১৯৯৬ ইং সনে নেত্রকোনা জেলায় দুর্গাপুর উপজেলা চন্ডিগড় ইউনিয়নে চন্ডিগড় গ্রাম নিবাসী নিত্যানন্দ গোস্বামী নয়ন তাঁর
নিজস্ব তিন একর সাইত্রিশ ডিসিমেল জমির দান করে স্থাপিত করেন মানব কল্যানকামী অনাথালয়। তিনি দ্বারে দ্বারে ঘূরে সাহায্য উত্তোলন করে এবং তাঁর শিষ্যদের প্রণামী টাকা দিয়ে নিম্নোক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যথাঃ
অনাথালয়ঃ এখানে মাতৃহারা পিতৃহারা আশ্রয় হীণ অনাথ ছেলে মেয়েদের প্রতিপালন সহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করা হয়।
বৃদ্ধালয়ঃ পুত্র কতৃক অপমানিত, পুত্র বধূ কতৃক নির্যাতিত সহায় সম্ভল হীণ বৃদ্ধ বৃদ্ধাকে আশ্রয় দিয়ে প্রতিপালন করা হয়।
দাতব্য চিকিৎসালয়ঃ এখানে গরীব রোগীদের বিনা মূল্যে অবিজ্ঞ ডাক্তার কতৃক চিকিৎসা সহ ঔষধ দেওয়া হয়।
অপ্রেস সেন্টারঃ এখানে বিধবা,স্বামী পরিত্যক্তা,নির্যাতিতা মহিলাদের আশ্রয় দিয়ে প্রতিপালন সহ কর্মস্থল গড়ে দেওয়া হয়।
* এই প্রতিষ্ঠান হতে প্রতি রমজান মাসে এলাকার সকল মুসলিম ভিক্ষুককে নিমন্ত্রণ করে এনে ইফতার করানো হয়
এবং ইফতার শেষে প্রতিজনকে ঈদে পরিধান করার জন্য একটি করে নতুন বস্ত্র দেওয়া হয়।
* প্রতি শীতে জাতি ধর্ম নিবির্বশেষে গরীবদের মাঝে ২০০/২৫০ কম্ভল বিতরণ করা হয়।
* প্রতি দুর্গা পূজায় এলাকার বিভিন্ন গ্রাম হতে হিন্দু গরীব মহিলাদের আমন্ত্রণ করে এনে একটি করে নতুন বস্ত্র
দেওয়া হয়।
ফুল গাছ আছে।