সুমেশ্বরী নদীর একটি শাখা নদী হলো টাঙ্গাই নদী। অনেক দিন আগে টাঙ্গাই নদী দিয়ে অনেক ব্যবসায়ীগণ লঞ্চ ও নৌকা নিয়ে বাণিজ্য করতে আসত। এই নদীতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় । এই নদীতে প্রচুর লাচ মাছ পাওয়া যেত যাহার স্বাদ আজো মানুষ ভুলে নাই । শোনা যায় প্রাচীন কালে রাজা চান্দু সদাগর টাঙ্গাই নদী দিয়ে বাণিজ্য করতে আসত ।সুসং মহারাজার হাতিরপাল টাঙ্গাই নদীর পাশে দিঘা বিলে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেত । যা মানুষ আজো স্বরন করে ।উক্ত নদীটি দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ফেচিয়া ও লোহারগাও ভায়া নাজিরপুরে পতিত হয়েছে । তাই এই নদীটি ঐতিহ্যবাহী নদী হিসাবে পরিচিত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস